মুজিব শতবর্ষ জেলা রেটিং দাবালীগের উদ্বোধন
মো: রবিউল ইসলাম, (নাটোর):
মুজিব শতবর্ষ উপলক্ষে নাটোর জেলা পুলিশের আয়োজনে জেলা রেটিং দাবালীগের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় পুলিশ লাইনস ড্রিলশেডে রেটিং দাবা লীগের উদ্বোধন করেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী ও সৃজনশীল জাতি গঠনে খেলাধূলার ভূমিকা অনন্য। খেলাধূলার চর্চায় নিয়োজিত রাখতে পারলে সমাজের পরিবেশ সুন্দর রাখা সম্ভব। তাই সবাইকে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করতে হবে।
প্রতিযোগিতায় ১০টি টিম অংশগ্রহণ করছে। প্রতিটি টিমে ছয়জন করে খেলোয়াড় তাদের যোগ্যতার প্রমাণ দিয়ে বিজয় ছিনিয়ে আনার চেষ্টা করবে।
আগামী ৬ নভেম্বর সমাপনী দিনে চ্যাম্পিয়ন টিমকে ৬০ হাজার টাকার প্রাইজমানী এবং রানার্স-আপ টিমকে ৩০ হাজার টাকার প্রাইজমানী প্রদান করা হবে।