শিরোনাম

South east bank ad

বান্দরবানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

 প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সোহেল কান্তি নাথ, (বান্দরবান) :

মুজিব বর্ষে শপথ করি, দূর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি এই প্রতিপাদ্যে বান্দরবানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ- ২০২১ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ১১টায় বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ লুৎফুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধনে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুছ ফরাজি, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো'র সহকারি পরিচালক মোঃ মন্জুর আহমেদ, জেলা বি টি সি এল'র সহাকারি ব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবির, বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক'সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ লুৎফুর রহমান বলেন, আপৎকালীন সময়ে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মানুষের জানমাল রক্ষায় এগিয়ে আসেন। এই বাহিনীর প্রত্যেক দায়িত্বশীল সদস্যরা সর্বদা নিজেদের প্রস্তত রাখেন মানুষের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য। তাই উদ্ধার, অগ্নি প্রতিরোধ ও অগ্নি নির্বাপণ কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ ও সচেতনতা সৃষ্টি করতে হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: