শিরোনাম

South east bank ad

বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী

 প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন, ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুর হাতে গড়া বগুড়ার আরডিএ নিরলসভাবে কাজ করছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরডিএ দারিদ্রশূন্য মডেল গ্রাম বিষয়ে প্রায়োগিক গবেষণা বাস্তবায়নের মাধ্যমে এসডিজি, ভিশন ২০২১, ভিশন ২০৪১ ও ডেল্টা প্লানের বাস্তবরূপ দিতে বিশেষ ভূমিকা পালন করবে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণে কাঙ্খিত লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে সরকার।

বৃহস্পতিবার বেলা ১১টায় বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি ও পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচন শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনার পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচন শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদ।


প্রতিমন্ত্রী আরো বলেন, পল্লী উন্নয়ন একাডেমি বিভিন্ন বীমা কোম্পানীকে দরিদ্র জনগোষ্ঠির জীবনবীমা, ক্যাটলিস্ট বীমার জন্য বীমা কোম্পানিদের সঙ্গে যে কাজ করার অঙ্গিকার করেছেন তা একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

সেমিনারে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গিয়াস উদ্দিন এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান। পরে দারিদ্র পরিবারের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: