বগুড়ায় পরকীয়ার কারণেই চাচাকে হত্যা করেন ভাতিজা
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার পালশার হাসান সরকার (৫০) হত্যাকান্ডে জড়িত প্রধান আসামি তার ভাতিজা রুপম সরকার (৩৪) কে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে রুপম হত্যার দায় স্বীকার করে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ শাহরিয়ার তারিক এর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে এ ঘটনার অপর আসামি রুপমের স্ত্রী খুশী বেগম (২৭) এখনও পলাতক রয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন উপশহর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুর রশিদ।
পরিদর্শক আব্দুর রশিদ জানান, বিবাহিত এক চাচাতো বোনের সঙ্গে রুপম সরকারের পরকীয়া ছিল। পরে বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের মধ্যে বিরোধ বাধে। এ নিয়ে এলাকায় সালিশ বৈঠকও বসে। কিন্তু সালিশ বৈঠকে বিষয়টি নিষ্পত্তি না হওয়া দুই পরিবারের মধ্যে বিরোধ লেগেই থাকে। এর জের ধরে গত ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১১ টার দিকে সদরের পালশা এলাকায় হাসান সরকারকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় রুপম। এতে গুরুতর আহত হলে লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ সেপ্টেম্বর সকাল সোয়া ৯ টার দিকে হাসান সরকার মারা যান।
তিনি আরও জানান, ঘটনার পর থেকেই রুপম ঢাকায় আত্মগোপনে ছিলেন। পরে গত মঙ্গলবার ঢাকার টিকাটুলিতে অভিযান চালিয়ে রুপমকে গ্রেপ্তার করে বগুড়ায় আনা হয়।