শিরোনাম

South east bank ad

হাসপাতালে অক্সিজেন প্লান্টে বিস্ফোরণে আহত-২

 প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

গোলাম মোস্তফা মুন্না, (যশোর) :

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টে বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে বিস্ফোরণ ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন।

আহতরা হলেন, খুলনা শিপইয়ার্ড এলাকার আলী আহমেদের ছেলে কেরামত আলী (৩০) ও যশোর সদরের নীলগজ্ঞ এলাকার মৃত নিরাপদ দাসের ছেলে পরিতোষ কুমার দাস।

আহত পরিতোষ কুমার দাস জানান, হাসপাতালের করোনা ইয়ালো জোনের সামনে গিয়ে অক্সিজেন ভরছিল। আমি পাশে দাঁড়িয়ে দেখছিলাম। এসময় বিস্ফোরণটি ঘটে। এতে আমার হাতের একটি অংশ পুড়ে গেছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফ আহমেদ জানান, করোনা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালের ইয়োলো জোনের সামনে অক্সিজেন প্ল্যান্টটি স্থাপন করা হয়েছিলো। বৃহস্পতিবার প্ল্যান্টের অক্সিজেন সরবরাহ করার সময় একটি সিলিন্ডারের হোস পাইপে বিস্ফোরণ ঘটে। এতে সরবরাহকারী কেরামত আলীর ডান হাতটি পুড়ে গেছে। অপর আরেকজনের ডান হাতের কিছু অংশ পুড়ে গেছে। দুজনকেই চিকিৎসা দেয়া হয়েছে। তারা আশংকামুক্ত।

আবাসিক চিকিৎসক আরিফ আহমেদ আরো জানান, বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে। এরপরই তারা মেরামতের কাজ সম্পন্ন করেছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: