দৌলতখানে মেম্বার প্রার্থীর সমর্থককে মারধরের অভিযোগ
মেহেদী হাসান শরীফ, (নিজস্বপ্রতিনিধি) :
ভোলার দৌলতখানে মেম্বার প্রার্থীর এক সমর্থককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চরপাতা ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযোগে জানা গেছে, গত মঙ্গলবার সকালে ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ হেলাল উদ্দিনের সমর্থক হাফেজ মাঝিকে প্রতিপক্ষ আঃ রাজ্জাক চুন্নুর সমর্থক মিজান ও নাজিম স্থানীয় একটি চায়ের দোকানের সামনে থেকে টেনে হিঁছড়ে তাদের নির্বাচনী ক্যাম্পে নিয়ে যায়। এসময় মিজান ও নাজিমসহ কয়েকজন হাফেজকে কিলগুসি মারতে থাকে। ওই সময় তার চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে হামলাকারীদের হাত থেকে তাকে উদ্ধার করে। হাফেজ মাঝি জানায়, সে মেম্বার প্রার্থী হেলাল উদ্দিনের একজন সমর্থক । হেলাল উদ্দিনের পক্ষে প্রচারণা চালানোর অপরাধে প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থী আঃ রাজ্জাক চুন্নুর সমর্থকরা তাকে মারধর করে এবং দেখে নেওয়ার হুমকি দেয়। এ বিষয়ে জানতে চাইলে মেম্বার প্রার্থী আঃ রাজ্জাক চুন্নু ঘটনার সত্যতা অস্বীকার করেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বলেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা হবে।