শিরোনাম

South east bank ad

বরগুনায় বাতিলকৃত ইনকোর্স ফি নিয়েই স্নাতকে ভর্তি

 প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, (বরগুনা) :

করোনা এক আতঙ্ক বহনকারী অতিশয় ক্ষতিকারক একটি জীবাণুর নাম। যে জীবাণুটি বিশ্বকে দমিয়ে রেখেছে দীর্ঘ দুই বছর। ফলে ঘরবন্দি মানুষগুলো কাজ করতে না পারায় অর্থনৈতিকভাবে ব্যাপক ভেঙে পড়েছে। এতে অর্থনৈতিক চালিকা শক্তি কমলেও কমেনি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ফরম ফিলাপের টাকার অঙ্ক।

যেখানে চাল আনতে পান্তা ফুরায় সেখানে ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ বহন করা এখন প্রতিটি পরিবারের কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের প্রতি সহনশীল ও বেতনের জন্য চাপ প্রয়োগ না করার বিষয়ে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি নিজের মুখে ঘোষণা করলেও সরকারি বিভিন্ন কলেজে ফরম ফিলাপে তার কোন ধরনের ছাপ দেখা যায়নি।

বাতিলকৃত ইনকোর্স ফি নিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি নিয়েছেন প্রথম বর্ষের স্নাতক সম্মান শিক্ষার্থীদের। অথচ চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৫ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৩(৬০), জাতীঃবিঃ/কাবিঃউঃমূঃ/২০১২/৮৫৬ নং স্মারকে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে ইনকোর্স পরীক্ষা বাতিল সংক্রান্ত জরুরী একটি বিজ্ঞপ্তি জারি করেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ডঃ মোহাম্মদ বিন কাশেম।

স্মারক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- গত বছরের (২০২০) ০৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৯১ তম সভায় ২০২০-২১ ইনকোর্স পরীক্ষা গ্রহণ বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়। এর পরিবর্তে অর্ধ পত্রের জন্য ৫০ নম্বরের এবং পূর্ণ পত্রের জন্য ১০০ নম্বরের পরীক্ষা গ্রহণ করা হবে। বিষয়টি গত বছরের (২০২০) ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০৫ তম সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়।

অথচ বরগুনা সরকারি কলেজ অধ্যক্ষ চলতি বছরের ০১ সেপ্টেম্বর ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ধার্যকৃত টাকার হিসেবে ইনকোর্স ফি বাবদ ২০০ টাকা ধার্য করেন।

বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মতিয়ার রহমানের স্বাক্ষরিত এ হিসাব নোটিশে বেতন, ভর্তি ফি ও পরীক্ষার ফি (সরকারি)- ৩৩০/-, নির্বাচনী পরীক্ষার ফি- ৩০০/-, ইনকোর্স পরীক্ষার ফি- ২০০ টাকা, সেশন চার্জ- ১৪০০ টাকা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন ফি-৪৮৫ টাকা ও সংশ্লিষ্ট বিভাগে সেমিনার ফি বাবদ ১৬ শ'টাকা ধার্য করেছেন।

বরগুনা সরকারি কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে ৭৬১ জন শিক্ষার্থী সম্মান কোর্সে বিভিন্ন বিষয়ে ভর্তি হয়েছে।

অন্যদিকে- বরগুনা সরকারি কলেজে তৃতীয় বর্ষের ফরম ফিলাপে ৪ হাজার ৮শ' ৫০ টাকা গ্রহণ করেছে কলেজ কর্তৃপক্ষ। যার মধ্যে ধরা হয়েছে- ফরম পূরণে ২৭৫০ টাকা ও বেতন, সেশন ও নির্বাচনী পরীক্ষার ফি বাবদ ২১০০ টাকা।

এ নিয়ে বরগুনা সরকারি কলেজের তৃতীয় বর্ষের প্রতিটি বিভাগের শিক্ষার্থীরা ফরম ফিলাপে টাকা কমাতে অধ্যক্ষের শরণাপন্ন হলেও তিনি তার মতো করে বুঝিয়ে দিয়েছেন। কিঞ্চিৎ পরিমাণ সহনশীল হননি শিক্ষার্থীদের প্রতি।

২০২০-২১ স্নাতক সম্মান ভর্তি হওয়া একাধিক শিক্ষার্থীরা জানান- বরগুনা সরকারি কলেজের ফেইসবুক পেইজ ও কলেজ নোটিশ বোর্ড থেকে পাওয়া অধ্যক্ষ স্বাক্ষরিত নোটিশে মোট টাকার মধ্যে আমাদের থেকে ইনকোর্স ফি বাবদ ২০০ টাকা নেয়া হয়েছে। আমরা দুই স্লিপে ২৭১৫ ও ১৬০০ শ' (মোট: ৪৩১৫) টাকা সম্মান প্রথম বর্ষে ভর্তি ফি বাবদ জমা দিয়েছি।

২০২০ সালে বাতিলকৃত ইনকোর্স ফি গ্রহণ করেছেন কেন এমন প্রশ্নের জবাবে বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মতিউর রহমান বলেন- ইনকোর্স পরীক্ষা বাতিলের বিজ্ঞপ্তির আগেই প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় শিক্ষার্থীদের ইনকোর্স ফি নিয়ে ভর্তি করা হয়েছে। এখন তৃতীয় মেধা তালিকার শিক্ষার্থীদের ইনকোর্স ফি বাদ দিয়ে ভর্তি নিলে প্রশ্নের সম্মুখিন হতে হবে, তাই সকল শিক্ষার্থীদের সমহারে ফি নিয়ে ভর্তি করে পরে সমন্বয় করা হবে। চলতি মাসের ৩০ তারিখে সকল ভর্তিকৃত শিক্ষার্থীদের ডেকে ইনকোর্স ফি ফেরত দেওয়া হবে বলেও জানান এই অধ্যক্ষ।

এ ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বরিশাল বিভাগীয় আঞ্চলিক পরিচালক অলোক কুমার সাহা জানান- নোটিশের পরেও যদি কেউ এভাবে টাকা উত্তোলন করে তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করতে পারেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: