শিরোনাম

South east bank ad

স্ত্রীর নারী নির্যাতন মামলায় স্বামীর ৭ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত

 প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর) :

জামালপুরে স্ত্রীর করা নারী নির্যাতনের মামলায় মো. মজিবুর রহমান নামে একজনের ৭ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত এবং একই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

গত বুধবার (৩ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মুজিবুর রহমান জামালপুর সদর উপজেলার চর গজারিয়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে মুহাম্মদ মুজিবুর রহমানের সঙ্গে জামালপুর সদর উপজেলার চর গজারিয়া গ্রামের মৃত বায়তুল্লাহ ব্যাপারীর মেয়ে মোছা. জেসমিনের এক লাখ টাকা যৌতুকের বিনিময়ে বিয়ে হয়।

বিয়ের পর থেকেই স্বামী মুজিবুর রহমান আরও এক লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী জেসমিনকে চাপ প্রয়োগ করে আসছিলেন।

এর জের ধরে ২০১৭ সালে ২ জুলাই বিকেলে মুজিবুর তার স্ত্রীকে মারধর করেন। এ ঘটনায় জেসমিন বাদী হয়ে তার শাশুড়ি, স্বামী ও স্বামীর তিন ভাইয়ের বিরুদ্ধে জামালপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আকরাম হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ১১ জন সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একজনের সাজা ও চারজনকে বেকসুর খালাস দেন আদালত।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: