দুস্কৃতিকারীরা আগুন পুড়িয়ে দিয়েছে মোটরসাইকেল
মেহের মামুন, (গোপালগঞ্জ):
গোপালগঞ্জ লুথারেন চার্চ মিশনের ফাদার রেভারেন্ট মনোতোষ ব্যানার্জির মোটর সাইকেল আগুনে পুড়িয়ে দিয়েছে দুস্কৃতিকারীরা। বুধবার (০৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা শহরের বেদগ্রাম এলাকার লুথারেন চার্চ মিশনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
লুথারেন চার্চ মিশনের ফাদার রেভারেন্ট মনোতোষ ব্যানার্জি জানান, চার্চের মধ্যে প্রতিদিনের মতো তার আড়াই লাখ টাকা মূল্যের অ্যাপাসি মোটর সাইকেলটি রাখা ছিল। দুপুরে কয়েকজন দুস্কৃতিকারী চার্চের গেট দিয়ে ভিতরে ঢুকে মোটর সাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে টের পেয়ে লোকজন আগুন নিভিয়ে ফেলে। তিনি আরো জানান, এর আগেও তার চার্চের অফিসের দরজার তালা কেটে চুরি ঘটনা ঘটে। এসময় আলমারীতে রাখা নগদ ৬০ হাজার টাকা ও ৬৫ হাজার টাকা মূল্যের একটি ল্যাপটপ চুরি হয়। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছিল।
এব্যাপারে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম জানান, এ বিষয় একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে দেখা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।