পঞ্চগড়ে জেল হত্যা দিবস পালিত
মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়) :
পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা, কালো পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এসময় জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ টিএম সারোয়ার হোসেন, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সারোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির উজ্জলসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।