বাগেরহাটে উচ্চ মূল্যের ফসল চাষে কৃষক প্রশিক্ষণ
এস এম সামছুর রহমান, (বাগেরহাট) :
বাগেরহাটের ফকিরহাট উচ্চ মূল্যের ফসল চাষে এক দিনের কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ফকিরহাট উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষন কক্ষে এসএসিপি প্রকল্পের আওতায় এই কৃষক প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: আজিজুর রহমান।
ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাতের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা কৃষিবিদ মো: মোতাহার হোসেন, ফকিরহাট কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নয়ন সেন প্রমুখ।
বক্তারা বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। এই প্রতিযোগীতায় টিকে থাকতে হলে কৃষকদেরও নানা কৌশল অবলম্বন করতে হবে। এজন্য উচ্চ মূল্যের ফসল চাষের বিকল্প নেই।
প্রশিক্ষন কর্মশালায় উপজেলার ৩০ জন চাষী অংশ নেন।