শিরোনাম

South east bank ad

জামালপুরে জেলহত্যা দিবস পালিত

 প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর) :

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জামালপুরে জেলহত্যা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে (০৩ নভেম্বর) সকালে জামালপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দর্লীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুসহ জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।

দলীয় কার্যালয়ের চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৩ নভেম্বর জেলহত্যায় সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নিরবতা পালন।

পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলহত্যা দিবস বাস্তবায়ন কমিটির আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকি বিল্লাহ।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম প্রমুখ।

পরে ১৯৭৫ সালের ৩ নভেম্বর শাহাদাতবরণকারী জাতীয় চার নেতার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী তার পরিবারের সদস্যদের রূহের মাগফিরাত কামনা করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: