পদ্মায় জেলের জালে ২৫ কেজির বাঘাইড়
খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী) :
রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। মাছটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৩২ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে জানা গেছে।
বুধবার (০৩ নভেম্বর) সকাল ৮টার দিকে দৌলতদিয়ার ৭ নং ফেরিঘাট চর-কর্নেশনা এলাকার পদ্মা নদীর মোহনা থেকে জেলে জয় হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জানা গেছে, জেলে জয় হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের মৎস্য আড়তে নিয়ে আসে। সে সময় শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ ১ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৩০ হাজার টাকায় কিনে নেন।
পরে সম্রাট শাহজাহান শেখ মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৩২ হাজার ৫০০ টাকাই বিক্রি করেন।
জেলে জয় হালদার জানান, বুধবার খুব ভোরে কয়েকজন মিলে নদীতে মাছ ধরতে যাই। নদীতে কয়েকবার জাল ফেলে হতাশ হই। পরে সকাল ৭ টার দিকে আবার জাল ফেললে ৮ টার দিকে জাল তুলতেই দেখি মাছটি জালে আটকা পড়েছে।
শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মার বাঘাইড় মাছের অনেক চাহিদা। মাছটি কিনে আমি লাভে বিক্রি করেছি।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, পদ্মায় পানি কমে যাওয়াতে এখন বড় বড় রুই, কাতলা,বোয়াল,আইড়,বাঘাইড়, পাঙাশ সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে।