স্কুলের সহকর্মীর হাতে লাঞ্চিত হলেন নারী শিক্ষক!
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
ময়মনসিংহের গৌরীপুরে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষক শারমিন সুলতানাকে স্কুলের অফিস কক্ষে শারীরিকভাবে লাঞ্চিত করার অভিযোগ ওঠেছে একই স্কুলের সহকারী শিক্ষক শাহনাজ পারভীনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এ উপজেলার সহনাটি ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনাটি প্রথমে চাপা থাকলেও পরবর্তীতে স্থানীয়ভাবে জানাজানি হয়। এদিকে নারী শিক্ষকের এমন আচরণে হতভম্ব হয়ে পড়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় লোকজন।
স্কুলের ভুক্তভোগী সহকারী স্কুল শিক্ষক শারমিন সুলতানা জানান, তিনি চলতি শিক্ষাবর্ষে ময়মনসিংহে পিটিআই প্রশিক্ষণরত আছেন। প্রশিক্ষণ বন্ধ থাকায় ঘটনারদিন দুপুরে নিজ স্কুলে সহকর্মী শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে যান তিনি। এসময় অফিস কক্ষে তুচ্ছ বিষয় নিয়ে সহকর্মী শাহনাজ পারভীন তাঁর সঙ্গে বাকবিতন্ডা শুরু করে দেন। একপর্যায়ে শাহনাজ পারভীন উত্তেজিত হয়ে তাকে শারীরিকভাবে লাঞ্চিত করেন।
এ বিষয়ে স্থানীয় সাংবাদিকরা মঙ্গলবার সরজমিনে স্কুলে গেলে শারমিন সুলতানাকে শারীরিকভাবে লাঞ্চিত করার সত্যতা স্বীকার করেছেন ঘটনার প্রত্যক্ষদর্শীরা।
এ বিষয়ে মন্তব্য জানতে মঙ্গলবার বিকেলে শাহনাজ পারভীনের মোবাইল নম্বরে কল করা অপর প্রান্তে তা রিসিভ করেন তাঁর স্বামী হাবিবুর রহমান। এসময় তিনি স্ত্রী শাহনাজ পারভীনের বরাত দিয়ে সাংবাদিকদের বলেন, তার স্ত্রী বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক।
গৌরীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন জানান, ঘটনাটি তিনি মৌখিকভাবে শুনেছেন এখনো পর্যন্ত লিখিত অভিযোগ হাতে পাননি। মৌখিকভাবে জানার পর দু’জন সহকারী শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি খতিয়ে দেখার জন্য দায়িত্ব দিয়েছেন তিনি।