ভোলায় ডিবি সদস্যদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
বিডিএফএন টুয়েন্টিফোর.কম
ভোলা জেলা পুলিশ এর আয়োজনে আজ মঙ্গলবার (০২ নভেম্বর) ১৮.০০ ঘটিকায় পুলিশ অফিস সম্মেলন কক্ষে মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার ভোলার সভাপতিত্বে এবং মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) ভোলার সঞ্চালনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পুলিশ সুপার উপস্থিত জেলা গোয়েন্দা শাখার সদস্যদের সাথে পরিচিত হন এবং কুশলাদি বিনিময় করেন। তিনি পুলিশ সদস্যেদের দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। তিনি বলেন গোয়েন্দা শাখা সহ জেলা পুলিশের কোন ইউনিটে কোন ধরনের অনিয়ম, দূর্নীতি, অপেশাদারিত্ব বরদাস্ত করা হবে না। সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি সকলকে বিশেষভাবে নিদের্শনা প্রদান করেন।
পুলিশ সুপার অবৈধ অস্ত্র, জলদস্যু, মাদক, চোরাচালান ও মৌসুমী বিশেষ অপরাধ রোধে তৎপর থেকে জেলা গোয়েন্দা শাখার সদস্যদের কাজ করার নির্দেশনা প্রদান করেন। ডাকাত ও সিঁধেল চোরদের প্রোফাইল তৈরি করে গোয়েন্দা নজরদারি অব্যহত রাখা, ক্লুলেস ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন এবং তদন্ত সক্রান্ত বিষয়ে বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন। পরে তিনি ডিবি সদস্যদের সমস্যা, অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এ সময় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলা সহ জেলা গোয়েন্দা শাখার সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।