উস্কানিমূলক অপপ্রচার করার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন
মেহের মামুন, (গোপালগঞ্জ):
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফারুক মিয়ার বিরুদ্ধে উস্কানিমূলক অপপ্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০২ নভেম্বর) দুপুরে উপজেলার রামদিয়া বাজারের নিজ নির্বাচনী ক্যাম্পে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে চেয়ারম্যান প্রার্থী ফারুক মিয়া।
এসময় তিনি বলেন, তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীর সন্তান ইমরুল হাসান মিয়া হিন্দু সম্প্রদায়ের মন্দিরে নির্বাচনী ক্যাম্প তৈরী করেছে। বেশ কিছু দিন ধরে হিন্দু সম্প্রদায়ের ভোটারদের মন্দিরের ভিতরে চমশা প্রতীকে ভোট দেয়ার প্রতিজ্ঞা করাচ্ছেন। এ নিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এছাড়া সামাজিকে যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। অস্ত্র স্বস্ত্র নিয়ে তার কর্মীদের ভীয়ভীতি দেখানো হচ্ছে। জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি অপপ্রচারের নিন্দা জানিয়ে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। এ সংবাদ সম্মেলনে স্থানীয় গন্যমান্য ব্যক্তি, কর্মীরা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।