শিরোনাম

South east bank ad

বরগুনায় পূর্বাভাস ভিত্তিক অর্থায়ন ও কার্যক্রম বিষয়ক কর্মশালা

 প্রকাশ: ০২ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, (বরগুনা) :

প্রাকৃতিক কিংবা মানব সৃষ্ট যে কোন দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি কেমন হওয়া উচিত এবং কিভাবে এই প্রস্তুতি গ্রহণ করতে হবে, এমনই পূর্বাভাস ভিত্তিক অর্থায়ন কিংবা কার্যক্রম সম্পর্কে একদিনের একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী এ কর্মশালা বরগুনার গ্রান্ড খান গেস্ট হাউস এন্ড ইভেন্ট ক্যাফে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিট এর আয়োজনে আইএফআরসি এবং জার্মান রেডক্রস এর সহায়তায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের পঁচিশ যুব সদস্য পূর্বাভাস ভিত্তিক অর্থায়ন কিংবা কার্যক্রম বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করেন।

এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ফরকাস্ট বেইসড ফিন্যান্সিং এবং একশন (এফবিএফ/এ)'র সমন্বয়কারী এবং সহকারি পরিচালক মোঃ শাহজাহান সাজু ও জার্মান রেডক্রস এর সিনিয়র কর্মকর্তা ফাইম আহমেদ দায়িত্ব পালন করেন।

এ কর্মশালায় উপকূলবর্তী এলাকাগুলোতে দুর্যোগকালীন সময়ে কেমন ব্যবস্থা কিংবা পরিকল্পনা গ্রহণ করলে দুর্যোগকালীন অবস্থায় ক্ষয়ক্ষতির শঙ্কা অনেকটা কম হবে, দুর্যোগকালীন নানা ধরনের তথ্য কোন দপ্তর থেকে কিভাবে পাওয়া যাবে; এমন সকল প্রস্তুতিমূলক তথ্য প্রশিক্ষণার্থীদের মাঝে উপস্থাপন করেন প্রশিক্ষকবৃন্দ।

এক দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের সেক্রেটারি ডেলিগেট এডভোকেট মোঃ আব্দুল মোতালেব মিয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য শামসুল আলম খোকন শরীফ, ইউনিট লেভেল অফিসার (ইউএলও) মাহবুবুর রহমান মিলন, যুব প্রধান মেহেদী হাসান মুসা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: