ইসলামী ব্যাংকে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তা ও কর্মচারীদের অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরি বহির্গমন বিষয়ক মহড়া (ফায়ার ড্রিল) অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত এ মহড়ায় উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইন, এএমডি মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ডিএমডি ড. এম কামাল উদ্দীন জসীম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম মাহবুব মোরশেদ, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিভিশনপ্রধান নজরুল ইসলাম, সেফটি অ্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট প্রধান শেখ সাইদুল হাসান এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. এনামুল হক ও স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম।