শিরোনাম

South east bank ad

মুজিব বর্ষে নাটোরসহ ৫২ রেলস্টেশনের উন্নয়নকাজ শুরু

 প্রকাশ: ০২ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর):

মুজিব শতবর্ষ উপলক্ষে নাটোর সহ ৫২ রেলওয়ে স্টেশনের উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। পশ্চিমাঞ্চল রেলের পাকশী ও লালমনির হাট ডিভিশনের আওতায় এই উন্নয়ন কাজের জন্য প্রায় ৩শ’ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এই উন্নয়ন কাজের মধ্যে রয়েছে স্টেশন সমুহের প্লাটফরম সম্প্রসারণ ও উঁচু করণ সহ প্লাট ফরমের সেড এবং সীমান প্রাচীর নির্মান। এছাড়া এই প্রকল্পের আওতায় স্টেশন এলাকায় বৈদ্যুতিকরণ কাজও রয়েছে।

নাটোরের স্টেশন মাষ্টার অশোক চক্রবর্তী বলেন,স্টেশনের চারিদিকে সীমানা প্রাচীর নির্মান কাজ শেষ হলে বহিরাগত কেউ অবৈধভাবে স্টেশন প্লাট ফরমে প্রবেশ করতে পারবেনা। এতে যাত্রিদের নিরাপত্তা নিশ্চিত হবে।

সান্তহার রেলওয়ে প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন জানান, নাটোর স্টেশন প্লাট ফরম সম্প্রসারন ও উঁচু করন কাজ সহ প্লাটফরম সেডের কাজ শুরু করেছে ঠিকাদরী প্রতিষ্ঠান। যাত্রিদের কোন ধরনের সমস্যায় পড়তে না হয় সেদিকটা খেয়াল রেখে কাজ শুরু করা হয়েছে। নাটোর স্টেশন প্লাট ফরমের ২ নং প্লাট ফরমের কাজ আগে শুরু করা হয়েছে। ২নং প্লাট ফরমের সম্প্রসারণ, উঁচু করন ও সেড নির্মান কাজ শেষে ১ নং প্লাটফরম উন্নয়নে কাজ শুরু করা হবে। দু’টি প্লাট ফরমের প্রায় ৩৪৫ ফুট সম্প্রসারিত করা হবে। স্টেশনের চারপাশে প্রায় ৩ হাজার ফুট সীমানা প্রাচীর নির্মাণ করা হবে। এছাড়া সম্প্রসারিত এলাকায় বৈদ্যুতিকরণ করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: