শিরোনাম

South east bank ad

পায়রা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

 প্রকাশ: ০১ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সুনান বিন মাহাবুব, (পটুয়াখালী) :

পটুয়াখালী পায়রা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন আহত ও রাইয়ান (১২) নামের অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় রায়হানকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। বরিশাল মেডিকেল কলেজ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে রাইয়ান এর মৃত্যু হয়।

রাইয়ান পটুয়াখালী পৌরসভার সাত নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান শাহরিয়ারের ছেলে। অপর একজন দশম শ্রেনীর ছাত্র মোরশেদকে (১৪) প্রাথ‌মিক চি‌কিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব‌্যরত চিকিৎসক ডাক্তার নুরুন্নাহার জানান, রাইয়ানের মাথায় ইন্টারনাল ট্রাস ইনজু‌রি হওয়ায় তাকে ব‌রিশাল রেফার করা হয়েছে।

আহত অপর দুজনা সম্বন্ধে কিছু জানা যায়নি।

ঘটনাস্থলে থাকা এস আই উত্তম কুমার ভাট জানান, চারলেনের পায়রা সেতুর মাঝে ডিভাইডার থাকার পরও এক‌টি মোটর সাইকেল রং সাইড দিয়ে অ‌তিক্রম করছিল। সেতুর লেবুখালী টো‌ল পয়েন্টের একটু উত্তর পাশে দু‌টি মোটর সাইকেল মু‌খোমু‌খি সংঘর্ষ ঘটে। আহতদের উদ্ধার করে চি‌কিৎসার জন‌্য দ্রুত পটুয়াখালী পাঠানো হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: