নাটোরে জেলা ব্র্যান্ডিং কার্যক্রমের হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোর জেলা প্রশাসনের উদ্যোগে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের এটুআই প্রোগ্রামের সহযোগিতায় জেলা ব্র্যান্ডিং কার্যক্রমের সক্ষমতা উন্নয়নে জেলা পর্যায়ে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে দুই দিন ব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
সোমবার (১ নভেম্বর) সকালে নাটোর রাজবাড়ীর আনন্দ ভবনে প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্ধোধন করেন এটু আই প্রকল্পের প্রকল্প পরিচালক দেওয়ান হুমায়ন কবির।
এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, এটুআই প্রকল্পের পরামর্শক উপসচিব মোহাম্মদ শামসুজ্জামান সহ জেলা পর্যায়ের উদ্যোক্তাবৃন্দ।
প্রশিক্ষণে জেলার ৪০ জন উদ্যোক্তা জেলা ব্র্যান্ডিং পন্য পর্যটনসহ এর ই-কমার্স বিষয়ে হাতে কলমে শিক্ষা গ্রহণ করবে।