মাধবপুরে ৭ লক্ষ্য টাকার ভারতীয় চা পাতা উদ্ধার করেছে বিজিবি
শেখ জাহান রনি, (মাধবপুর) :
হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় নিম্নমানের ২৩শ ৫৮ কেজি চা-পাতা উদ্ধার করেছে বিজিবি। ৫৫ বিজিবির অধিকনায়ক লেঃ কর্ণেল সামীউন্নবী চৌধুরী জানান, রোববার (৩১ অক্টোবর) রাতে বিজিবি ৫৫ ব্যাটালিয়নের এডি মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একদল বিজিবি সদস্য গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া বাজারে আব্দুল আউয়ালের গোদামে অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ চা-পাতা উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় (৭,০৭০০০) ৭ লক্ষ্য ৭ হাজার টাকা মাত্র।
বিষয়টি নিশ্চিত করেন বিজিবি ৫৫ ব্যাটালিয়নের এডি মোহাম্মদ নাছির উদ্দিন জানান, অভিযানকালে চোরাই পথে আসা ভারতীয় চা-পাতা উদ্ধার করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।