সিলেট রেঞ্জ ভলিবল টুর্নামেন্ট এর চ্যাম্পিয়ন আরআরএফ
বিডিএফএন টুয়েন্টিফোর.কম
গত এক সপ্তাহের লড়াই শেষে অদ্য ৩১/১০/২০২১ খ্রি. বিকাল ০৪.০০ ঘটিকায় আরআরএফ, সিলেট পুলিশ লাইন্স মাঠে সিলেট রেঞ্জ ভলিবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল ম্যাচে স্বাগতিক আরআরএফ, সিলেটের মুখোমুখি হয় হবিগঞ্জ জেলা পুলিশ। খেলায় ১ম সেটে আরআরএফ, সিলেট ২৫/১৭ পয়েন্টে জয়লাভ করে এবং ২য় সেটে ২৫/১৬ পয়েন্টে জয়লাভ করে রেঞ্জ ভলিবল চ্যাম্পিয়ন হয়।
উল্লেখ্য গত ২৫/১০/২০২১খ্রি. হতে শুরু হয় সিলেট রেঞ্জের ০৫ টি টিমের মধ্যে লড়াই।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত ডিআইজি, রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, নুরুল ইসলাম, পুলিশ সুপার(এএন্ডএফ), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, মোঃ জেদান আল মুসা, পুলিশ সুপার ( এমএন্ডসিএ), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, এছাড়া উপস্থিত ছিলেন আরআরএফ, সিলেট সংস্থার সহকারী পুলিশ সুপার’গণ।
উক্ত ভলিবল ম্যাচে সভাপতির দায়িত্ব পালন করেন মাহমুদুর রহমান কমান্ড্যান্ট (পুলিশ সুপার), আরআরএফ, সিলেট । প্রধান অতিথি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম, ডিআইজি, সিলেট রেঞ্জ মহোদয় জয়ী দলের ক্যাপ্টেন এসআই(সশস্ত্র) বিপ্লব চাকমার হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ দলের ক্যাপ্টেন কনস্টেবল আবেদের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেন। আজকের ফাইনাল খেলায় ম্যাচসেরা নির্বাচিত হন আরআরএফ, সিলেট সংস্থার এএসআই(সশস্ত্র) সিরাজ মিয়া।
পুরষ্কার বিতরণ শেষে প্রধান অতিথি সকলের উদ্দেশ্য বলেন, খেলাধুলা মানুষের দেহ ও মন দুটোই সুস্থ রাখে। সকলকে খেলাধুলার প্রতি মনযোগী হওয়ার জন্য বলেন। তিনি জানান আগামী ভলিবল টুর্নামেন্ট এর জন্য আরআরএফ পুলিশ লাইন্সে একটি যুগোপযোগী মাঠ তৈরি করা হবে। আরআরএফ, সিলেট পুলিশ লাইন্সে সকল প্রকার খেলার জন্য একটি ইনডোর স্টেডিয়াম তৈরি করা হবে। সবশেষে সকলের মঙ্গল কামনা করে টুর্নামেন্ট সমাপ্তি ঘোষণা করেন।