কয়লাভিত্তিক জ্বালানী: জবাবদিহি নিশ্চিতে মানবন্ধন
সুনান বিন মাহাবুব, (পুটয়াখালী) :
সচেতন নাগরিক কমিটি (সনাক) পটুয়াখালী এর আয়োজনে ৩১ অক্টোবর সকাল ১১ টায় পটুয়াখালী পৌরসভা সম্মুখে “কয়লাভিত্তিক জ্বালানি ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানি প্রসার ও প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রাক-শিল্পায়ন সময় থেকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য ১৯৬টি দেশ প্যারিস চুক্তিতে সম্মত হয় ছয় বছর আগে। কিন্তু চুক্তি বাস্তবায়নের পথরেখা চূড়ান্ত করতে পারেনি দেশগুলো। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং অধিক কার্বন নিঃসরণ বিশ্বব্যাপী ঘনঘন বন্যা, জলোচ্ছাস, ঘুর্ণিঝড় এবং দাবানলের ঘটনা বাড়িয়ে দিচ্ছে অস্বাভাবিক হারে। এমন বাস্তবতায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ঠেকানোর ক্ষেত্রে সবচেয়ে বড় বাঁধা কার্বন নিঃসরণকারী জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করা।
কর্মসূচিতে সভাপতির দায়িত্ব পালন করেন পটুয়াখালী সনাক সভাপতি রাধেশ্যাম দেবনাথ। আলোচনা করেন সনাক সদস্য প্রফেসর পিযুষ কান্তি হরি, প্রফেসর মফিজ উদ্দিন চৌধুরী, সনাক সদস্য ও সমাজ সেবক আব্দুর রব, এরিয়া কোঅর্ডিনেটর টিআইবি, শিক্ষার্থী হাসান মাহামুদ, ইয়েস দলনেতা বিশ্বজিৎ কুমার শীল প্রমুখ।