টিকা নিয়ে ফেরার পথে বাসচাপায় নারীর মৃত্যু
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ায় করোনা টিকা নিয়ে ফেরার সময় যাত্রীবাহী বাসের চাপায় আনোয়ারা (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে শাজাহানপুর উপজেলার বীরগ্রাম বাজারে নাটোর-বগুড়া আঞ্চলিক মহাসড়কে ঘটনাটি ঘটে।
নিহত আনোয়ারা আশেকপুর ইউনিয়নের ইজামউদ্দীন স্ত্রী। এ ঘটনায় বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি আটক করেছে কুন্দুরহাট হাইওয়ে পুলিশ।
পুলিশ জানায়, সকালে অমি পরিবহনের যাত্রীবাহী একটি বাস পাবনা থেকে বগুড়ার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বীরগ্রাম বাজারে রাস্তা পার হওয়ার সময় আনোয়ারাকে বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় তার কাছে করোনার টিকা গ্রহণের কার্ড পাওয়া গেছে।
শাজাহানপুর থানার এসআই মোহাম্মদ আলী জানান, লাশ নিহতের ছেলের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী সময়ে হাইওয়ে পুলিশ ব্যবস্থা নিবে।