শিরোনাম

South east bank ad

শ্রীবরদীতে জিংক সমৃদ্ধ ধান, গম ও মসুরের চাষাবাদ বৃদ্ধির উপর কর্মশালা

 প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :

শেরপুরের শ্রীবরদীতে জিংক সমৃদ্ধ ধান, গম ও মসুরের চাষাবাদ বৃদ্ধি এবং সরকারি ক্রয় ও বিতরণ ব্যবস্থায় এই ফসলগুলো অন্তভূর্ক্তকরণের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে বিংগস প্রকল্পের আওতায় হারভেস্ট প্লাস বাংলাদেশ এই কর্মশালার আয়োজন করে।

রোববার (৩১ অক্টোবর) সকালে শ্রীবরদী উপজেলা সোম্মেশ্বরী হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

হারভেস্ট প্লাস-বিংগস প্রকল্পের সমন্বয়কারী কৃষিবিদ হাবিবুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এইউও সাদিকুল ইসলাম স্বাক্ষর।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহানা বিলকিস প্রমুখ।

বক্তারা, জিংকের অভাবে শিশুদের ক্ষুধা মন্দা হচ্ছে। বয়ঃসন্ধিকালে শারীরিক বৃদ্ধি ও বিকাশ, মা-শিশুর জন্য জিংক এবং আইরন অত্যন্ত প্রয়োজনীয়। এ চাহিদা পূরণ করবে বোরো মৌসুমে ব্রি-ধান-৮৪। আর শুধু জিংকযুক্ত ব্রি-ধান-৭৪। আমন মৌসুমের জন্য এসেছে নতুন উদ্ভাবিত বিনা-৬২, বিনা-৬৪ ও বিনা-২০ জাতের ধান। মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও পুষ্টি চাহিদা মেটাতে জিংক সমৃদ্ধ ফসলের আবাদ বৃদ্ধি এবং সরকারি ক্রয় ও বিতরণ ব্যবস্থায় ওই জাতের ফসল সরবরাহ বাড়াতে আলোকপাত করেন বক্তারা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: