শিরোনাম

South east bank ad

প্রায় দেড় বছর পর ক্লাস শুরু খুলনা বিশ্ববিদ্যালয়ে, ক্যাম্পাসে এসে উচ্ছ্বাসিত শিক্ষার্থী

 প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ হেদায়েতউল্লাহ, (খুলনা) :

প্রায় দেড় বছর পর রোববার থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে একাডেমিক কার্যক্রম। দীর্ঘ দিন পর ক্লাস করতে পেরে প্রিয় ক্যাম্পাসে এসে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর প্রিয় বন্ধুদের দেখা পেয়ে একে অপরকে জড়িয়ে ধরে উচ্ছাস প্রকাশ করছে।

করোনার কারণে গত বছর মার্চ মাস থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সেই থেকে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সাথে অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। প্রিয় সহপাঠিদের সাথেও দেখা সাক্ষাত হয়েছে কম। করোনার প্রকোপ কমে যাওয়ায় কর্তৃপক্ষ আজ থেকে বিশ্ববিদ্যালয় খুলে দিয়েছে।

আজ প্রথম দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিনত হয় মিলন মেলা। দীর্ঘ দিন পর বন্ধুদের দেখে হাসি আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রাণ শিক্ষার্থী। তাই দীর্ঘ দিন পর তাদের পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষকরাও।

অপরদিকে বন্ধের কারণে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে কর্তৃপক্ষ।

এর আগে ১৮ ও ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ে ২৯টি ডিসিপ্লিনের প্রায় সাত হাজার ছাত্র-ছাত্রী রয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: