নির্বাচনী সহিংসতা: গুলিবিদ্ধ-১, আহত-৫
সুনান বিন মাহাবুব, (পটুয়াখালী) :
পটুয়াখালী বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছে ১জন ও আহত হয়েছে ৫ জন। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে বাউফল উপজেলার নওমালা কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থাণীয়রা জানিয়েছেন, নওমালা ইউপির আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন বিশ্বাস এবং আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শাহজাদা হাওলাদারের মধ্যে এ সংঘর্ষ হয়। ঘটনার সময় সজীব (২০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। রাত ১১ টার দিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে জানানো হয়, সজীবকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন গুলি ছোড়ার বিষয়টি সত্য না বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমান ইউপি চেয়ারম্যান শাহজাদা হাওলাদার অভিযোগ করে বলেছেন, পুলিশের উপস্থিতিতে আমার কর্মী-সমর্থকদের ওপর গুলি করে আহত করা হয়েছে। এদিকে শাহাবুদ্দিন আকন অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন আমি এ সম্পর্কে কিছুই জানি না।