শিরোনাম

South east bank ad

ঝালকাঠি জেলা ছাত্রলীগের নতুন সভাপতি মধু, সম্পাদক পারভেজ

 প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান, (ঝালকাঠি) :

দীর্ঘ প্রতিক্ষার পরে ঝালকাঠি জেলা ছাত্রলীগের কাঙ্খিত কমিটি ঘোষণা করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ। এতে আব্দুল্লাহ আল মাসুদ মধুকে সভাপতি ও তরিকুল ইসলাম পারভেজকে সাধারন সম্পাদক করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য্য এ কমিটি অনুমোদন দেন। এছাড়াও কমিটিতে ১২জন ছাত্রনেতাকে সহসভাপতি, ৮জন ছাত্রনেতাকে যুগ্ম সাধারন সম্পাদক এবং ৭জন ছাত্রনেতাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে ঝালকাঠি জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে সাংগঠনিক কার্ক্রমকে আরো গতিশীল করার লক্ষে আংশিক কমিটি অনুমোদন দেয়া হলো।

কমিটির সহসভাপতিরা হলেন পঙ্কজ কুমার দে, সোহাগ খান সরওয়ার, শেখ সজিব, উজ্জল মজুমদার, নাদিম মাহমুদ, মেহেদী হাসান অনিম, রুহুল আমীন, তারেকুল ইসলাম তারেক, রুবেল সিকদার, মো. রেজাউল করীম সাদ্দাম, আলী ইমাম খান অনু ও জুলফিকার আলী রাফিকে। যুগ্ম সাধারন সম্পাদক করা হয়েছে আতিকুল ইসলাম হৃদয়, রইসুল ইসলাম অন্তু, অভিজৎ সাহা শান্ত, তাওহীদুল ইসলাম, শুভাশীষ সেন গুপ্ত, রেদায়ন মুবিন রিথন, আলভী শাহরুন শুভ ও আতাউর রহমান খান মাইনুলকে। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে তজবী তরিকুল মুছা, মিজানুর রহমান আপন, আসাদুজ্জামান সৌরভ, নয়ন চন্দ্র বাড়ৈ, মো. মহিদুল ইসলাম মিশুক, কাজী সাজিদুল ইসলাম ও চৌধুরী সোহান আহমেদ সাদ্দামকে।

৩০ সদস্য বিশিষ্ট জেলা ছাত্রলীগের কমিটিকে স্বাগত জানিয়েছে তৃণমূল ছাত্রলীগের নেতাকর্মীরা। নতুন কমিটি ঘোষণায় ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যতা দেখা গেছে। অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছে নেতাকর্মীরা। অপরদিকে ঝালকাঠি -২ (সদর-নলছিটি) আসনের এমপি, শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ১৪দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমুকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছে পদপ্রাপ্তরা।

ঝালকাঠি জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারন সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ জানান, আলহামদুলিল্লাহ! সকল প্রশংসা মহান আল্লাহর। আমার আশা-আকাঙ্ক্ষা পূরণের একমাত্র জায়গা দক্ষিণ জনপদের একমাত্র রাজনৈতিক অভিভাবক,আওয়ামী রাজনীতির জীবন্ত কিংবদন্তি, সাবেক মন্ত্রী,১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয় এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং সকলের কাছে তার জন্য দোয়া কামনা করি। আমার নেতা আমার উপর যে দায়িত্ব দিয়েছন তা যেন সঠিকভাবে পালন করতে পারি এর জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি। আমার প্রান প্রিয় নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

ঝালকাঠি জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু জানান, আলহামদুলিল্লাহ! আমার প্রানপ্রিয় নেতা শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ১৪দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু এমপির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং সকলের কাছে তার জন্য দোয়া কামনা করি। অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি।

উল্লেখ্য, ২০১৫ সালের ২০ জুলাই শফিকুল ইসলাম শফিক ও এস এম আল-আমীনকে সভপতি-সম্পাদক করে ঝালকাঠি জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল। অবশেষে জেলা ছাত্রলীগের ওই কমিটির প্রায় ৬ বছর ৩মাস পরে এ কমিটি দেয়া হলো।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: