চাঞ্চল্যকর মিতু হত্যাকাণ্ডের সহযোগী সেন্টু শেখকে গ্রেফতার করেছে র্যাব-১১
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
নারায়ণগঞ্জের বন্দরের চাঞ্চল্যকর মিতু হত্যাকাণ্ডের অন্যতম সহযোগী সেন্টু শেখ র্যাব-১১,সিপিসি-১ কর্তৃক গ্রেফতার করেছে।
নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় গত ১৫ জুলাই ২০২১ তারিখে খালের মধ্যে তোষক দিয়ে মোড়ানো অজ্ঞাত মহিলার গলিত লাশ পাওয়া যায় এবং পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।
পরবর্তীতে পুলিশ অজ্ঞাত লাশ সনাক্ত করে সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দের মধ্যে ভিকটিমের স্বামী রুহুল আমিন ওরফে রবিন ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করে যে সে তার নিজ স্ত্রী মিতু আক্তার(২৮)-কে হত্যা করে এবং মোঃ সেন্টু শেখ(৪০) এর সহায়তায় লাশ গুম করে। চাঞ্চল্যকর এ ঘটনা জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশিত হয়।
ঘটনার পর থেকেই মোঃ সেন্টু শেখ নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল। পরবর্তীতে র্যাব-১১ পালাতক মোঃ সেন্টু শেখ-কে গ্রেফতারের জন্য ছায়া তদন্ত শুরু করে এবং র্যাব-১১, সিপিসি-১ এর একটি চৌকশ আভিযানিক দল ফতুল্লা থানার জামতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।