বিশ্বকাপে বাংলাদেশের তিন হার
বিডিএফএন টুয়েন্টিফোর.কম
টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বপ্নের অপমৃত্যু ঘটেছে। সাকিব আল হাসান ও খালেদ মাহমুদ সুজনের আশা মনে হয় একটু বড়ই ছিল- বাংলাদেশ এবার সেমিফাইনালে খেলবে। ওমানের মাসকটে ওভাবে ঘুরে দাঁড়ানোর পর সাহস বেড়ে গিয়েছিল টাইগারদের। শ্রীলংকার কাছে ভুল, ইংল্যান্ডের কাছে সামর্থ্য ও ভাগ্য সঙ্গে না থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারতে হয়েছে। আর এই হারে সেমিফাইনালের আশা হয়ে শেষ হয়ে যায়। বাংলাদেশ ক্রিকেট টিম এখন দুবাইয়ে অবস্থান করছে। গতকাল ও আজ কোনো ট্রেনিং সেশন নেই। ১ নভেম্বর অনুশীলন করবে দুবাইয়ে। আর ২ অক্টোবর আবুধাবিতে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ৪ অক্টোবর অস্ট্রেলিয়ার সঙ্গে দুবাইয়ে খেলে দেশে ফিরবেন মাহমুদউল্লাহর দল।
ওয়েস্ট ইন্ডিজের কাছে শুক্রবার শারজায় ৩ রানে হেরে গেছে বাংলাদেশ। আর এর পর মানসিকভাবে বিষণ্ন ক্রিকেটাররা। সর্বোচ্চটা দেওয়ার পর ম্যাচের শেষ বলে এসে হারতে হয়েছে। মুশফিক, সৌম্য কিংবা সাকিব ব্যাটিংয়ে কিছু করতে পারেননি। ওদিকে আশা-ভরসার প্রতীক মোস্তাফিজ শেষ ওভারে ৩ ছক্কা হজম করে ম্যাচ করে দিয়েছিলেন কঠিন।
ক্যাচ ড্রপ এখন অসুখের মতো বাংলাদেশ দলে। ৯টি ক্যাচ ছেড়েছেন এই আসরে টাইগাররা। সব মিলিয়ে বাংলাদেশ দলের মানসিক পরিস্থিতি ভালো থাকার কথাও নয়। বায়ো বাবলের জন্য হোটেলের ভেতরেই থাকতে হচ্ছে। বাইরে বের হয়ে একটু মনটা হালকা করারও উপায় নেই। করোনা পরিস্থিতি সে পথ বন্ধ করে রেখেছে আগেই।
মাহমুদউল্লাহর ব্যাখ্যা আগের দিন সবাই শুনেছেন। আসলে বাংলাদেশ দলে একজন আন্দ্রে রাসেল নেই। যিনি এমন ক্র্যান্চ মোমেন্টে ম্যাচ বের করে আনতে পারেন। তিনি আসলে বোঝাতে চেয়েছেন, বাংলাদেশ ক্রিকেট দল এখনো টি-টোয়েন্টি ক্রিকেটে কমপিট করার মতো দল হয়ে ওঠেনি। এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। মাহমুদউল্লাহকে শেষ ওভারে ৬ বলে ১৩ রান করতে হতো। রিয়াদ ডাবলস নিয়ে খেলছিলেন। কিন্তু শেষ বলে দরকার ছিল ৪ রান। ম্যাচটি ওই পর্যন্ত টেনে না নিয়ে আগে ঝুঁকি নেওয়া যেত কিনা? আন্দ্রে রাসেল খুবই ভয়ঙ্কর বোলার এই ফরম্যাটে। তার মতো একজন বাংলাদেশ দলে নেই। আর ক্যাচ ড্রপ ও স্লগ ওভারে হিট করার মতো ব্যাটসম্যান বাংলাদেশে নেই সেটিও স্বীকার করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এখন দুদিন পূর্ণ বিশ্রাম নেবেন ক্রিকেটাররা। বিশ্বকাপের দুটি ম্যাচ বাকি। এই দুটি খেলে তারা রওনা হবেন দেশের পথে। তারা এসেই পাকিস্তানের সিরিজের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করবেন।