রাজশাহীতে কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে সম্প্রীতি সমাবেশ
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
‘মুজিববর্ষের পুলিশ নীতি-জনসেবা আর সম্প্রীতি’ এই প্রতিপাদ্যে রাজশাহীতে কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন- রাজশাহী মহানগর (আরএমপি) পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক।
আরএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলামের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেন, ‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এ নীতিতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে কমিউনিটি পুলিশিং। তাই কমিউনিটি পুলিশিংকে আরও বেশি গতিশীল করতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন বক্তারা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাংগঠনিক সম্পাদক আজিুজুল আলম বেন্টু, বৃহত্তর রাজশাহীর হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন, রাজশাহী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, নগর পূজা উদযাপন কমিটির সভাপতি অলোক কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মহা. হাবিবুর রহমান, বর্তমান অধ্যক্ষ অধ্যাপক মোহা. আব্দুল খালেক।
এর আগে সকাল সাড়ে ১০টায় বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আরএমপি কমিশনার মো. আবু কালাম সিদ্দিক। এরপর শারিরীক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে মহানগরীর ১২টি থানার কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিংয়ের সংগঠকদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।