“কমিউনিটি পুলিশিং ডে/২০২১ উদযাপন”
বিডিএফএন টুয়েন্টিফোর.কম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে অদ্য ৩০/১০/২০২১খ্রিঃ তারিখ চট্টগ্রাম রেলওয়ে জেলার উদ্যেগে চট্টগ্রাম রেলওয়ে থানা চত্বরে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ এর আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল গফুর পিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ সুপার, রেলওয়ে জেলা, চট্টগ্রাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সালাম, কাউন্সিলর, ৩১ নং আলকরণ ওয়ার্ড, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, নিলু নাগ, মহিলা কাউন্সিলর, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, মোহাম্মদ ইব্রাহিম, সহকারী পুলিশ সুপার, রেলওয়ে জেলা, চট্টগ্রাম, সত্যজিত দাশ, সহকারী কমান্ড্যান্ট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, মোঃ নাজিম উদ্দিন, ওসি, চট্টগ্রাম রেলওয়ে থানা ।
সভায় আরো উপস্থিত ছিলেন রেলওয়ে পুলিশের বিভিন্ন অফিসার ও ফোর্স, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য, চট্টগ্রাম স্টেশনের বিভিন্ন কর্মকর্তা, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ এবং চট্টগ্রাম স্টেশনের আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণ। এ বছর চট্টগ্রাম রেলওয়ে জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই (নিঃ) সোহরাব হোসেন এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী কে নির্বাচিত করা হয় এবং আইজিপি মহোদয় কর্তৃক প্রেরীত ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। সভায় সকলেই কমিউনিটি পুলিশিং/বিট পুলিশিং এর মাধ্যমে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধ, চোরাচালান ও মাদকদ্রব্য নির্মুল করার কথা আলোচনা করেন এবং সম্মলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে আয়োজিত সভার সভাপতিত্ব করেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন কমিউনিটি পুলিশিং কমিটি সভাপতি মোঃ রতন কুমার চৌধুরী, স্টেশন ম্যানেজার, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সুরেজিত বড়ুয়া, ডিআইও-১, রেলওয়ে বিশেষ শাখা, চট্টগ্রাম।
এ বছরের কমিউনিটি পুলিশ এর মূল প্রতিপাদ্য বিষয় “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি”