আনোয়ারায় দেড় কোটি টাকার ইয়াবাসহ আটক-২
জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :
চট্টগ্রামের আনোয়ারায় স্পীড বোট করে ইয়াবা পাচারকালে আনুমানিক ১কোটি ৫৫লক্ষ টাকা মূল্যের ৫১হাজার ৬২৫পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
শুক্রবার (২৯ অক্টোবর) উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের গহিরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃত আসামীরা হলেন, উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পাড়ুয়াপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ জাফর (৬৫) ও মৃত সালেহ আহমেদের ছেলে মোঃ আব্দুল করিম (৩৩)।
বিষয়টি নিশ্চিত করে র্যাবের মিডিয়া অফিসার নুরুল আবসার জানান, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান নিয়ে মায়ানমার হতে সাগর পথে স্পীড বোট যোগে আনোয়ারা থানা এলাকার দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়। পরে শুক্রবার র্যাব-৭ চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।