আনোয়ারায় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্ভোধন
জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :
সারা দেশের মতো চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়ও ৩০ শে অক্টোবর হতে আগামী ৫ নভেম্বর পর্যন্ত কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্ভোধন করা হয়েছে।
শনিবার ( ৩০ অক্টোবর) সকাল দশটার দিকে উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের মধ্যম বন্দর প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এ কার্যক্রম এর উদ্ভোধন করা হয়।
এসময় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জাহিদ মোঃ সাইফউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ এইচ এম মুতাসির জাহিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ খালেক ও অভিভাবক সদস্য রাম চন্দ্র প্রমূখ।
পরে প্রধান অতিথি খুদে ডাক্তারদের সহায়তায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ান।