শিরোনাম

South east bank ad

বরিশালে কমিউনিটি পুলিশিং ডে পালন

 প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.মিরাজ হোসাইন, (বরিশাল) :

‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই স্লোগানকে সামনে রেখে না না কর্মসূচীর মধ্য দিয়ে বরিশালে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সোয়া ১০টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে নগরীর প্লানেট শিশুপার্কের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে পতাকা উত্তোলন, পায়রা ও ফেস্টুন উড়ানোর পর একাডেমি মিলনায়তনে কমিউনিটি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সাল পর্যন্ত একটি রূপরোখা দিয়েছেন এবং ২১শ’ সালের জন্য ডেলটা প্লান। আর এই ডেলটা প্লানের শেষ ধাপটি ছিলো একটি জ্ঞান নির্ভর আধুনিক দেশ নিশ্চিত করা। সেই জ্ঞান নির্ভর আধুনিক দেশ নিশ্চিত করার যে অনুসঙ্গগুলো, এই আইনশৃঙ্খলা থেকে শুরু করে সকল অনুসঙ্গগুলোর সমন্বিত রূপ হলো আধুনিক দেশ নিশ্চিত করা। তিনি আরও বলেন, কমিউনিটি পুলিশিং ডেতে আপনাদের কাছে আহবান দেশের সাম্প্রদায়িক শক্তি রুখে দিতে কমিউনিটি পুলিশের প্রতিটি কর্মী ঐক্যবদ্ধ ভাবে সময় মতো উদ্যোগ নিবে সেই আসাবাদ আপনাদের কাছে রইলো। আপনারাই পারবেন। আপনারা খেয়াল করে দেখুন আজকে যদি কুমিল্লা, নোয়াখালী ও পীরগঞ্জে অপামর মানুষ বা নেতৃবৃন্দ মাঠে নেমে যেতো তাহলে কিন্তু ঐ সাম্প্রদায়িকহীন শক্তি এতবড় কাজ করতে পারতো না।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, পুলিশ সমাজে অপরাধ দমনে ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে বরিশাল সহ সারা দেশে বিশেষ ভূমিকা রেখে চলছে। আমাদের যে সামাজিক ও ধর্মীয় সম্প্রতি আছে এটি আমরা দৃঢ়ভাবে বজায় রাখবো এবং পুলিশে জনসেবা আরো বৃদ্ধ করবো। জনগণ ও পুলিশ নিয়ে আমাদের বন্ধন। এ বন্ধন দেশে অপরাধ দমন করবে। একমাত্র জনগন ও পুলিশের বন্ধন পারে দেশের আইনশৃঙ্খলা বজায় রাখতে।

বরিশাল মেট্রোপলিটন কমিশনার মো. শাহাবুদ্দিন খান এর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, ডিজিএফআই এর পরিচালক কর্নেল এম এ সাদি, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হক, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর স.ম. ইমামুল হাকিম, বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কবির প্রামানিক, সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা।

এসময় বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী এমদাদুল হক দুলালসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: