শিরোনাম

South east bank ad

বরগুনায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা

 প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, (বরগুনা) :

বরগুনায় জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

"মজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি" এই শ্লোগানকে সামনে রেখে বরগুনা জেলা পুলিশের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে বরগুনা পুলিশ সুপারের কার্যালয় হতে এক বর্নাঢ্য র‍্যালী বের হয়ে পুলিশ লাইন্সে এসে শেষ হয়। পরে পুলিশ লাইন্সের ড্রিল শেড মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বরগুনার পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন- বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, বরগুনা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতালেব মৃধা, সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া, পৌর মেয়র এডভোকেট মোঃ কামরুল আহসান মহারাজ প্রমূখ।

এছাড়া আলোচনা সভায় বিভিন্ন মতামত ব্যক্ত করেন জেলার ৬ টি উপজেলা থেকে আগত কমিউনিটি পুলিশিং এর সভাপতি, সম্পাদক ও সদস্যরা। সবশেষে বরগুনা জেলায় নির্বাচিত দু'জন শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলাম খাঁন ও বরগুনা সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক হোসনেয়ারা হাসিকে ক্রেষ্ট ও সনদ দিয়ে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: