ধুনটে কালী প্রতিমা ভাঙচুর
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার ধুনট উপজেলায় মন্দিরে কালী প্রতিমা ভাঙচুর করে মাথা নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতের কোন এক সময় উপজেলার চিকাশি ইউনিয়নের সুলতানহাটা গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার সকালের দিকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন পেয়ে ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে বিষয়টি তদন্ত করছেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধুনট-জোড়শিমুল পাকা সড়কের পাশে সুলতানাহাটা গ্রামে প্রায় শত বছরের পুরানো একটি মন্দির রয়েছে। ওই মন্দিরে কালী প্রতিমা রেখে নিয়মিত পূজা অর্চনা করে সনাতন ধর্মের মানুষরা। এ অবস্থায় শুক্রবার রাতের কোন এক সময় কে বা কারা ওই মন্দির থেকে কালী প্রতিমার মাথা ভেঙে নিয়ে গেছে। শনিবার সকালের দিকে স্থানীয় এক হিন্দু যুবক জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে। খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পৌছে বিষয়টি খতিয়ে দেখছেন।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের পর দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।