বাগেরহাটে পিস্তল ও গুলিসহ গ্রেফতার-২
এস এম সামছুর রহমান, (বাগেরহাট) :
বাগেরহাটে তিনটি পিস্তলসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার কে, এম আরিফুল হক তার কার্যালয়ে প্রেস ব্রিফিং-এ তথ্য জানান। আটককৃতরা হলেন,বাগেরহাট শহরের দক্ষিণ সরুই এলাকার ভাড়াটিয়া গোলাম মোস্তফার ছেলে মানিক হাওলাদার (৩০) ও একই এলাকার ভাড়াটিয়া মেছের সরদারের ছেলে রুবেল সরদার (৪০)।
পুলিশ সুপার জানান, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে খুলনা-বাগেরহাট মহাসড়কের জেলা নির্বাচন অফিসের সামনে থেকে মানিক হাওলাদার ও রুবেল সরদারকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার (২৯ অক্টোবর) সকালে দক্ষিণ সরুই আলিয়া মাদ্রাসা রোডের এবাদুল হোসেন তালুকদারের ভাড়াটিয়া মৃত সাইদুল কাজীর ছেলে মাহফুজ কাজীর (৩০) বসত ঘরের পাশে মুরগীর ঘরের ভিতর থেকে ৩টি সচল পুরাতন পিস্তল, ৩টি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি,২টি চাইনিজ কুড়াল, ১টি লোহার রড উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামী ও তাদের মূলহোতাদের চিহ্নিত ও গ্রেফতার চেস্টা অব্যহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।