সমৃদ্ধ দেশ গড়তে নারীর অংশগ্রহন করার স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর : রামচন্দ্র দাস
মো.নজরুল ইসলাম, (ময়মনসিংহ) :
সমৃদ্ধ দেশ গড়তে নারীরা সকল ক্ষেত্রে বিচরণ ও অংশ গ্রহন করার স্বপ্ন ছিল জাতির জনক বঙ্গবন্ধুর। সে স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর সার্বিক উন্নয়নে অবারিত সুযোগ-সুবিধা দিয়েছেন বলে মন্তব্য করেছেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রামচন্দ্র দাস।
তিনি আরো বলেন নারীদের প্রশিক্ষণ মেধা যোগ্যতা ও দক্ষতা থাকলে চাকরির অভাব হবে না।
ময়মনসিংহের বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রে ২৯ অক্টোবর সন্ধ্যায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক মোঃ মোজাম্মেল হেসেনের সভাতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলাবিষয়ক অধিদপ্তরের পরিচালক মনোয়ারা ইশরাক ( যুগ্ম-সচিব) প্রশিক্ষণার্থী ফারহানা সাদিয়া ও সাদিয়া শারমিন।
এতে আরো অংশ নেন মহিলাবিষয়ক অধিদপ্তর ময়মনসিংহের উপ-পরিচালক ফেরদৌসী বেগম, মহিলাবিষয়ক অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা ফারহানা আখতার, বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের সহকারি পরিচালক মোঃ মাহবুবুর রশিদ, নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেগুফতা সুলতানা, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুলইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মাহমুদা বেগম।এসময় রামচন্দ্র দাস রচিত কবিতা আবৃত্তি করেন প্রশিক্ষণার্থী তাজফিয়া নাহরিন।