প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড- এর ৭৫,০০০ কম্বল প্রদান
স্টাফ রির্পোটার :
দরিদ্র ও শীতার্তদের মাঝে বিতরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে ৭৫,০০০ কম্বল প্রদান করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড।
২৮ অক্টোবর ২০২১ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হয়ে কম্বল গ্রহণ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ এর নিকট হতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রধাণমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস কম্বল গ্রহণ করেন।
উল্লেখ্য যে, প্রতিষ্ঠার পর থেকেই স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানব সেবায় বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে আসছে।সাম্প্রতিককালে করোনা ভাইরাস এর প্রাদূর্ভাবের মধ্যে ব্যাংকটি সাধারণ মানুষের মাঝে হ্যান্ডস্যানিটাইজার, ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণসহ স্বাস্থ্য সেবার উন্নয়নে অংশীদার হয়েছে।