শ্রীবরদীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে পুলিশের বর্ণাঢ্য র্যালি
শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :
মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি এ স্লোগানকে সামনে রেখে ৩০ শে অক্টোবর শনিবার সারা দেশের ন্যায় শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদীতেও পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে।
এ উপলক্ষে শনিবার সকালে শ্রীবরদী থানা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ ওসি বিপ্লব কুমার বিশ্বাস আনুষ্ঠানিকভাবে র্যালির শুভ উদ্বোধন করেন।
এ সময় শ্রীবরদী থানার ওসি তদন্ত মো আবুল হাশিম, শ্রীবরদী উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, শ্রীবরদী উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি, শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তারেক মো আবদুল্লাহ রানা, শ্রীবরদী প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম বকুল, শ্রীবরদী থানার সেকেন্ড অফিসার এস আই তাহেরল ইসলাম, শ্রীবরদী আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো রফিকুল ইসলাম মাস্টার, উপজেলা সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো সুলতান মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি,পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন ।
বর্ণাঢ্য র্যালিটি শ্রীবরদী থানা চত্বর থেকে বের হয়ে পৌরসভার বাজার প্রদক্ষিণ করে শ্রীবরদী থানা গিয়ে শেষ হয়।