শিরোনাম

South east bank ad

জামালপুরে লালন স্নরনোৎসব পালন

 প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর) :

অস্প্রদায়িক লালনের ১৩১ তম তিরোধান উপলক্ষে গতকাল জামালপুর লালন একাডেমি "লালন স্মরনোৎসব" এর আয়োজন করে।

জামালপুর লালন একাডেমির সভাপতি এডভোকেট ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা চেয়ারম্যান এড. জামাল আবদুন নাসের বাবুল, বঙ্গ মাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিঃ বিঃ সমাজ কর্ম বিভাগের বিভাগীয় প্রধান ড.মাহবুবর রহমান, সনাক সভাপতি বাবু অজয় কুমার, জাহাঙ্গীর সেলিম, এড নুরুল আমিন, আশরাফুজ্জান স্বাধীন প্রমুখ।

২য় পর্বে লালন সংগীত পরিবেশন করেন লালন একাডেমির শিল্পী গন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: