একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন
মো: রবিউল ইসলাম, (নাটোর) :
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর-বনপাড়া কৃষি ও কারিগরি কলেজে চারতল ভিত বিশিষ্ট একতলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৯ অক্টোবর) সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এটি বাস্তবায়ন করছে।
কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, এএইচএম কামাল প্রমুখ।