নন্দীগ্রামে মাদক সেবনকালে দুই ভাইসহ গ্রেপ্তার- ৩
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার নন্দীগ্রামে মাদক সেবনকালে দুই ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এতথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন পৌর শহরের কচুগাড়ি গ্রামের ফটিক হাসানের ছেলে জয় হাসান (২০), সামসুজ্জোহা বিজয় (২৫) ও তাদের সহযোগী গাজীপুর জেলার গাছা থানার খাইলকৈর গ্রামের লুৎফর রহমানের ছেলে গোলাম কিবরিয়া (২৯)।
জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যার আগে কচুগাড়ি নির্মাণাধীন একটি ভবনে আপন দুইভাইসহ তাদের সহযোগীকে নিয়ে মাদক (গাঁজা) সেবন করছিলেন। এই সংবাদ পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মাদক সেবনকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে আসামীদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে।