২০২২ সালে সরকারি ছুটি ২২ দিন
মন্ত্রিসভা আজ ২০২২ সালের ক্যালেন্ডার বর্ষে ২২ দিনের সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন করেছে। ২২ দিনের মধ্যে ছয় দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়বে।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং কালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ২০২২ সালে ১৪ দিন সাধারণ ছুটি থাকবে এবং এর মধ্যে তিনদিন সাপ্তাহিক ছুটির দিনে পড়বে।
সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে অন্য আটটি ছুটির মধ্যে তিনদিন সাপ্তাহিক ছুটিও রয়েছে (শুক্র ও শনিবার)। এছাড়াও, সরকারি কর্মচারীরা ধর্মীয় উৎসব উপলক্ষে তিন দিনের ঐচ্ছিক ছুটি উপভোগ করতে পারেন।
একইভাবে, প্রধান সামাজিক উৎসব উপলক্ষে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং এর বাইরে কাজ করা বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের দুই দিনের বিকল্প ছুটি নেওয়ার সুযোগ রয়েছে। বাসস