বকশীগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের চেক বিতরণ
শামীম আলম, (জামালপুর) :
জামালপুরের বকশীগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় অনগ্রসর শিক্ষার্থী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ২৮ই অক্টোবর শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে চেক বিতরণ করেন।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। ২২২ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে ৩ মাসের শিক্ষা উপবৃত্তি হিসেবে ৫ লাখ ১২ হাজার ৫৫০ টাকা এবং অনগ্রসর জনগোষ্ঠির ৫২ জন শিক্ষার্থীকে এক বছরের শিক্ষা উপবৃত্তি হিসেবে ৬ লাখ ৯১ হাজার ৮০০ টাকার চেক বিতরণ করা হয়।