শিরোনাম

South east bank ad

পীরগঞ্জে সহিংসতার ঘটনায় আরও ১০ আসামি দুইদিনের রিমান্ডে

 প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমিনুল ইসলাম জুয়েল, (রংপুর) :

রংপুরের পীরগঞ্জে সহিংসতার ঘটনায় নতুন করে আরও ১০ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফজলে এলাহী খান এ আদেশ দেন।
পীরগঞ্জ আমলি আদালতের সাধারণ নিবন্ধক শহীদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় নতুন ১০ আসামির সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে, সে কারণে রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সৈকত মণ্ডলকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, রিমান্ডে পাওয়া ১০ জনের মধ্যে আবদুল্লাহ আল মামুন (২৩) ও ওমর ফারুক ওরফে টনেট (২৪) নামে দুজন আসামি রয়েছে। তারা জামায়াত শিবির কর্মী। এর আগে দুদফায় ৫০ আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে। নতুন করে আরও ১০ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: