ডুমুরিয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রাথীর সমর্থকদের উপর হামলায় আহত-৫
শেখ হেদায়েতউল্লাহ, (খুলনা) :
ডুমুরিয়ার সাহস ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় চেয়ারম্যান প্রাথী মাহবুর রহমানের ৫ কর্মীকে এলোপাতাড়ি মারপিট করে আহত করেছে। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, টিনু মোল্লা ( ৪২), আব্দুল্লাহ (২২), কবীর হোসেন (৩৮) ও আবুল হোসেন, জাহাঙ্গীর শেখ (৩৮)। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
মাহাবুর রহমান জানান, বুধবার রাতে আমি নোয়াকাটি বাজারের পাশে কমী সমথকদের নিয়ে আলোচনা করছিলাম। এ সময়ে নৌকা প্রাথীর শেখ আব্দুল কুদ্দুছের ভাই হয়দার আলীর নেতৃত্বে একদল যুবক লাঠি সোটা ও ধারাল দেশীয় অস্ত্র দিয়ে চালায়।
এদিকে হায়দার আলী হামলার কথা স্বীকার করে বলেন, তারা সম্মিলিত হয়ে নৌকার বিপক্ষে কথা বলছিল তাই মারপিট করা হয়েছে। তারাও
আমাদের দুজনকে মেরে আহত করছে।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ উবাইদুর রহমান বলেন, নোয়াকাটির ঘটনায় কোন পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য শিক্ষাবিদ নারায়ন চন্দ্র চন্দ বলেন, নির্বাচন সম্পূর্ন শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হবে। কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। সবাইকে সহনশীল আচরন করতে হবে।