জয়পুরহাটে আলোচিত হত্যাকাণ্ডের দুই আসামি গ্রেফতার
রাশেদ ইসলাম, (জয়পুরহাট) :
গত (২৫ অক্টোবর) সকালে জয়পুরহাট সদরের দোগাছী ইউনিয়নের মঙ্গল বাড়ীগামী পাকা রাস্তায় দোগাছী গুচ্ছগ্রাম মোড় হতে পাকা রাস্তা সংলগ্ন শফিকুল নামক এক ইজিবাইক চালকের ইজিবাইক ছিনতাই করে তাকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ড নিয়ে এলাকায় খুবেই উদ্বিগ্ন হয় এলাকাবাসী। জয়পুরহাট গোয়েন্দা শাখার পুলিশ অনুসন্ধান করে বুধবার (২৭ অক্টোবর) গভীর রাতে ছিনতাইকৃত ব্যাটারিচালিত ইজিবাইকটিও উদ্ধার সহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এসব তথ্য জানান।
মামলায় গ্রেফতার ব্যক্তিরা হলেন জেলার ক্ষেতলাল উপজেলার তিলাবদুল পূর্বপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে রশিদুল ইসলাম (৩২) ও একই গ্রামের বাবলু মন্ডলের ছেলে রুবেল হোসেন (৩৫)।
জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, ঘটনার পর জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহেদ আল মামুনের নেতৃত্বে একটি টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে বুধবার তাদের গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে আসামিরা ইজিবাইক ছিনতাইয়ের পর হত্যার কথা স্বীকার করেছে। এ সময় হত্যা কাজে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা একটি ডাকাত দলের সক্রিয় সদস্য বলেও জানা তিনি।